শিউলী ইসলাম’এর ব্লগ

জীবন মানেই গল্প কবিতা ছন্দের আলোকিত শক্তি

তেপান্তের মাঠ পেরিয়ে

আলমান্ডা নীলকণ্ঠ ফুলে

মৃদুমন্দ বাতাস ঢেউ তুলে

নুয়ে পড়ে দুলে দুলে

 মৌ তোলে ফুলে ফুলে

ভ্রমর মেতেছে গন্ধে

নাচে  গানে ছন্দে

তাই তো প্রজাপতি

আনন্দে লুটোপুটি

 আকাশ মেলেছ  রঙধনুতে

সূর্যের মিষ্টি হাসিতে

সেজেছে যেন পরিপাটি

 মেঘ রঙের ছুটোছুটি

 জড়িয়ে মেঘের চাদরে

রঙের বিনুনী  সাদরে

যেতে হবে বহুদূরে-

সাত সমুদ্র  ছাড়িয়ে

 তেপান্তরের মাঠ পেরিয়ে।।

No comments yet»

এখানে আপনার মন্তব্য রেখে যান